বাউফলে মুজিব চত্বর ও ওয়াকওয়ে নির্মাণ

বাউফলে মুজিব চত্বর ও ওয়াকওয়ে নির্মাণ

এম অহিদুজ্জামান ডিউক  প্রতিনিধি বাউফল: শেষ হয়েছে বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডের গালর্স স্কুল এলাকায় মুজিব চত্বর ও ওয়াকওয়ের নির্মাণ কাজ। মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জনগণের জন্য খুলে দেয়া হবে। পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল মুজিব চত্বর ও ওয়ার্কওয়ের উদ্ধোধন করবেন।
বাউফল পৌরসভা সূত্রে জানা গেছে, ৬৬ লাখ টাকা ব্যয়ে মুজিব চত্বর ও ওয়াক ওয়ের নির্মাণ কাজ করা হয়েছে। মুজিব চত্বরটি দেখে যে কেউ মুগ্ধ হবেন। বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিশেষ করে রাতের আধারে এটি আরও অপূর্ব লাগবে। মুজিব চত্বরের চার দিকে বসানো হয়েছে রঙ্গবেরঙ্গের বাতি। হাঁটার পথ করা হয়েছে টালি দিয়ে। এসএস পাইপ দিয়ে করা হয়েছে বাউন্ডারি। পুকুরে নির্মাণ করা হয়েছে  চারটি ঘাটলা। পানিতে আলোর ঝলকানি আর বাতাসে মৃদ ঢেউ দেখলে মুহূর্তের মধ্যে  মন ভাল হয়ে যাবে। পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল বলেন,‘ মুজিব শতবর্ষের কথা মাথায় রেখেই এই দৃষ্টি নন্দন প্রকল্পটি গ্রহণ করা হয়। যার নাম করণ করা হয়েছে ‘মুজিব শতবর্ষ চত্বর ও ওয়ার্কওয়ে।’ যান্ত্রিক এই সভ্যতার মধ্যে কর্মক্লান্ত মানুষগুলো এখানে আসলে শান্তি পাবে। বিশেষ করে হার্ট ও ডায়াবেটিক রোগীদের জন্য মুজিব চত্বর ও ওয়াকওয়েটি স্বাস্থ্যটনিক হিসাবে কাজ করবে।